ভলান্টেরী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলাপমেন্ট

VARD

সর্বশেষ:

Latest news

নেটওয়ার্ক/ফোরাম

রমউপজেলার নামইউনিয়ন/ওয়ার্ড এর নামগ্রাম/ওয়ার্ড সংখ্যাকর্মসূচি/প্রকল্প সমূহ
 সিলেট সিটি করপোরেশনওয়ার্ড নং ৬,৮,১৮,২২,২৩,২৪Adolescent Sexual  Reproductive HealthRights (ASRH) Under ABDC Project.

কিশোর কিশোরী ও মায়েদের স্বাস্থ্য শিক্ষা সেশন

– বাড়ী পরিদর্শ ।

-এডভোকেসী সভা ।

– ফ্লিমশো ও  গণনাটক।

– দিবস উৎযাপন ।

-কুইজ প্রতিযোগিতা যুব সমাবেশ।

– ইয়থ সাপোর্ট গ্র“প মিটিং

– রোগী রেফার

 সিলেট সিটি করপোরেশনওয়ার্ড নং- ০৫, ০৬, ০৭, ০৮, ১০, ১১, ১৫,২০,২২ A Disaster Resilient Bangladesh” under DIPECHO VIII Project.

  • সিটি করর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির, ডিডিএমসি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিা, মেসন ফোরাম , ও ভলান্টিয়ার গ্র“পের নিয়মিত সমন্বয় সভা করা।
  • মাষ্টার ট্রেইনার প্রশিক্ষন, সিবিডিপি ওরিয়েনন্টেশন।
  • বিদ্যালয় নিরাপত্তা প্রশিক্ষন।
  • নগর ঝুঁকি নিরুপন।
  • বিদ্যালয় পর্যায়ে নিরাপত্তা পরিকল্পনা তৈরী।
  • সার্স এন্ড রেসকিও, ফাষ্ট এইড, অগ্নি নির্বাপন, ক্যাম্প মেনেজমেন্ট প্রশিক্ষন।
  • স্কুল পর্যায়ে ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া, মাষ্টার ট্রেইনার রিফ্রেসার্স প্রশিক্ষন, দুর্যোগ বিষয়ক সচেতনেতর জন্য পথ নাটক প্রদর্শন, ওয়ার্ড পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
  • ইজ্ঞিনিয়ার ও আর্কিটেকদের নিয়ে প্রশিক্ষন।
  • কো-ফাইনান্সিং বিদ্যালয় পর্যায়ে,
  • কো-ফাইনান্সিং সিটি করর্পোরেশন পর্যায়ে, বিলবোর্ড স্থাপন, ভিডিও শো  ইত্যাদি।

 

 

 

 সিলেট সিটি করপোরেশন৬১ নবপূষ্প, যতরপুর, সিলেট।VARD Training Centre

ভার্ড ট্রেনিং সেন্টার স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে আলোকিত সমাজ গঠন করার প্রত্যয় নিয়ে ভার্ড অথনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের জন্য সমন্বিত কার্যক্রমের আওতায় সচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে ভার্ড ট্রেনিং সেন্টার যে সকল কার্যক্রম

বাস্তবায়ন করে আসছে, তা হলোঃ

  • প্রশিক্ষণ প্রদান ।
  • আবাসন সুবিধা (সাধারণ)।
  • আবাসন সুবিধা (ভিআইপি এসি / নন এসি) ।
  • চাহিদা মোতাবেক উন্নতমানের খাবার পরিবেশন করা ।
  • এসি / নন এসি প্রশিক্ষণ কক্ষ সুবিধা ।
  • সভা/ সেমিনার কক্ষ ভাড়া ।

·         চাহিদা মোতাবেক প্রশিক্ষন যন্ত্রপাতি / উপকরণ সরবরাহ করা ।

 সিলেট সিটি করপোরেশনসিলেট সিটিVARD Eye Vision Centre,Sylhet.

স্বল্প মূল্যে চোখের চিকিৎসা,

– সকল প্রকার চক্ষু পরীক্ষা,

– চোখের পাওয়ার পরীক্ষা,

– চোখের ড্রেসিং,

– কম্পিউটার পদ্ধতিতে চোখের দৃষ্টি শক্তি নির্ণয় করে চশমার পাওয়ার দেয়া হয়।

এ ছাড়াও রয়েছে চোখের বিভিন্ন পরীক্ষা- নিরিক্ষা।

০৫বালাগঞ্জসিলেট জেলার সব উপজেলাসকল গ্রামComprehensive Eye Care Project (CECP) -VARD Eye Hospital Balagonj, Sylhet. 

প্রাথমিক চক্ষু সেবা কার্যক্রম।

-ছানি অপারেশন।

– ডি.সি.টি/ ডি. সি. আর  (নেত্র নালী) ।

– টেরিজিয়াম (মাংসবৃদ্ধি)।

– গ্লুকোমা ও অন্যান্য চোখের মাইনর অপারেশন করা হয়

 

০৬গোয়াইনঘাটসকল ওয়ার্ডসকল গ্রামVARD, Malaria Control Program    Gowainghat ,Sylhet

·         উঠোন  বৈঠকের মাধ্যমে জন গনকে ম্যালেরিয়া বিষয়ে  সচেতন করে তোলা  ।

·         ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিসিসি ওরিয়েন্টেশনের মাধ্যমে জনগনকে ম্যালেরিয়া বিষয়ক সচেতন     করা।

·         উপজেলা ও জেলা পর্যায়ে ম্যালেরিয়া বিষয়ক এ্যাডভোকেসি ওয়ার্কসপের আয়োজন করা।

·         গণনাটক ও জারী গানের মাধ্যমে জনগনকে ম্যালেরিয়া বিষয়ে সচেতন করে তোলা ।

·         মাইক্রোস্কোপির মাধ্যমে রক্তকাঁচ পরীক্ষা এবং জউঞ প্যারাচেকের মাধ্যমে দ্রুত রক্ত পরীক্ষা করা ও ম্যালেরিয়া  রোগী সনাক্ত করা।

·         বিনামূল্যে ম্যালেরিয়ার চিকিৎসা করা , ফলোআপ করা ও ঔষধ সরবরাহ করা।

·         মানুষের ব্যবহৃত মশারীকে স্বল্পমেয়াদী কীটনাশকে পরিণত করা। বিনামূল্যে দীর্ঘস্থায়ী কীটনাশক

·         মশারী বিতরন করা ,মশারী ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধকরা  ও  ফলোআপ করা।

·         সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি

  • ঔষধ সংগ্রহ করা ও সরবরাহ চেইন সচল রাখা
কোম্পানীগঞ্জসকল ওয়ার্ডসকল গ্রাম    VARD, Malaria Control ProgramCompaniganj   ,Sylhet

·         উঠোন  বৈঠকের মাধ্যমে জন গনকে ম্যালেরিয়া বিষয়ে  সচেতন করে তোলা  ।

·         ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিসিসি ওরিয়েন্টেশনের মাধ্যমে জনগনকে ম্যালেরিয়া বিষয়ক সচেতন     করা।

·         উপজেলা ও জেলা পর্যায়ে ম্যালেরিয়া বিষয়ক এ্যাডভোকেসি ওয়ার্কসপের আয়োজন করা।

·         গণনাটক ও জারী গানের মাধ্যমে জনগনকে ম্যালেরিয়া বিষয়ে সচেতন করে তোলা ।

·         মাইক্রোস্কোপির মাধ্যমে রক্তকাঁচ পরীক্ষা এবং জউঞ প্যারাচেকের মাধ্যমে দ্রুত রক্ত পরীক্ষা করা ও ম্যালেরিয়া  রোগী সনাক্ত করা।

·         বিনামূল্যে ম্যালেরিয়ার চিকিৎসা করা , ফলোআপ করা ও ঔষধ সরবরাহ করা।

·         মানুষের ব্যবহৃত মশারীকে স্বল্পমেয়াদী কীটনাশকে পরিণত করা। বিনামূল্যে দীর্ঘস্থায়ী কীটনাশক

·         মশারী বিতরন করা ,মশারী ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধকরা  ও  ফলোআপ করা।

·         সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি

·         ঔষধ সংগ্রহ করা ও সরবরাহ চেইন সচল রাখা